জীবনের প্রথম কুড়িটি বছর কাটিয়েছি, বাবা-মা তিন ভায়ের সাথে, মিলেমিশে একাকাকার হয়ে। কুড়িতম বসন্তে পেয়েছি তার দেখা, প্রথমে পরিচয়, পরিচয় গড়িয়ে গড়িয়ে প্রনয়, প্রনয় পূর্ণতা পায় পরিনয়ে। মুছে যায় স্মৃতি থেকে কুড়ি বছরের একান্ত অতীত, আত্মার মাটিতে গড়া শুদ্ধ প্রিয়জন, নতুন রঙে এঁকে যেতে থাকি, দু’জোড়া পায়ে চলার পথ। সে পথে এসে যুক্ত হয় একে একে আরও তিন জোড়া পা, পঞ্চফুলের অনবদ্য মালা গাঁথা হয়ে যায়।
আবারও কুড়ি বছরের হিসেব শুরু হয়, পঞ্চফুলে গাঁথা মালা হতে, খসে যায় পূর্ণ প্রস্ফূটিত গোলাপী গোলাপ, পঞ্চফুলের মালায় সুস্পষ্ট নীলের ছোপ, চারটি ফুল থেকে আরও একটি ঝরে যাওয়ার অপেক্ষা, পঞ্চফুলের মালা ছোট হয়ে আসে, গাঁথা হতে থাকে জোড়া পদ্মের নতুন মালা, কিছু সূতো বাড়তি থাকে, আরও নতুন ফুলের আশায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য
সংসার যাপনের চিরায়ত চিত্র কবিতায়। এভাবেই তো সংসার চক্র টিকে আছে। দিদি মালা হতে খসে অথবা ঝরে এদুটো শব্দ কিন্তু বিয়োগান্তক (মৃত্যু অর্থে) অর্থে ব্যবহৃত হয়। সরল গড়ণের কবিতা অনেক ভালো লাগলো।
আমি নিজেও জানিনা ভোটিং বন্ধ কেন? অনেককেই প্রশ্ন করেছি, কারো কাছ থেকেই কোন উত্তর পাই নি। কবিতা ভালো হয়েছে? হা হা হা! এটাকে তো আমি অ-কবিতা বলি, কবিতা লিখতে পারিনা। কিন্তু ধন্যবাদ জানাতে ভুল হবে না। ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।